আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ ছেড়ে দিলেন কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছেন না। সিস্টেমে তিনি মিসফিট। তিনি দলের সৈনিক হিসাবেই থাকবেন। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা ব্যানার্জি তাঁর নেত্রী, অভিষেক ব্যানার্জি তাঁর সেনাপতি, তৃণমূল কংগ্রেস তাঁর দল। এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে ফেলেন কুণাল ঘোষ। সেখানে এখন তাঁর পরিচয় শুধুই সাংবাদিক ও সমাজকর্মী। বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়াতে কুণাল ঘোষ লেখেন, নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচরামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক এবং তৃণমূলের প্রতি কর্মীদের আবেগে ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। নিজের পোস্টে দলকে ট্যাগ করনে কুদল।